![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/07pick-1-23pic-20240922153944.jpg)
২৪ ঘণ্টা ১১১ মডেলকে সাজিয়ে রেকর্ড গড়লেন তরুণী
মেকআপ সম্পর্কে যারা কম বেশি ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানেন একজন ব্রাউড বা একজন মডেলকে পুরোপুরি সাজতে কতক্ষণ সময় লাগে। নিজেও যখন কোনো অনুষ্ঠানের জন্য তৈরি হতে পার্লারে বা মেকআপ আর্টিস্টের কাছে যান ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়।
তবে সিয়েরা লিওনের একজন মেকআপ আর্টিস্ট মেরি ইয়ংগাই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষকে সাজিয়ে রেকর্ড করেছেন। ২৬ বছর বয়সি মেরি ২৪ ঘণ্টায় ১১ জন মডেলকে সাজিয়েছেন। তবে এই সাজানো বলতে যেমন তেমন পুরো মেকওভার করেছেন তিনি।
এই রেকর্ডের নিয়ম অনুযায়ী, প্রতিটি মেকওভারের জন্য কনসিলার, ফাউন্ডেশন, ব্লাশ বা ব্রোঞ্জার, অন্তত দুই রঙের আই শ্যাডো, আই লাইনার, মাশকারা, লিপস্টিক বা লিপ গ্লস, লিপ লাইনার, কন্টর, লুজ পাউডার ব্যবহার করতে হয়েছে।
- ট্যাগ:
- জটিল
- বিশ্ব রেকর্ড
- মেকআপ আর্টিস্ট