খাবারে জ্যান্ত ইঁদুর, জরুরি অবতরণ ফ্লাইটের

যুগান্তর নরওয়ে প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৭

মাঝ আকাশে এক ইঁদুরকে কেন্দ্র করে লংকা কাণ্ড ঘটে গেছে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের (এসএএস) একটি ফ্লাইটে। এক যাত্রী খাবারের বক্স খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে এক জ্যান্ত ইঁদুর। পরে ইঁদুর সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকি এড়াতে জরুরি অবতরণ করতে হয়েছে ফ্লাইটিকে। বুধবার এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছে এয়ারলাইন্সটি।


নরওয়ের রাজধানী অসলো থেকে স্পেনের মালাগায় যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে। পরে উড়োজাহাজটি ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 


বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারলাইন্সের মুখপাত্র অয়েস্টেইন শ্মিট জানিয়েছেন, ইঁদুরটি প্লেনে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, এমন আশঙ্কা থেকে জরুরি অবতরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে করে মালাগায় পাঠানো হয়। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও