![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024September/food-220924-1727002328.jpg)
প্রক্রিয়াজাত খাবার থেকে ডায়াবেটিসের ঝুঁকি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫১
আজ দুপুরে অফিসে কী খেয়েছেন; কিংবা বন্ধুদের আড্ডায়? যা খেয়েছেন সেসবের উপাদানগুলো খেয়াল করেছেন কী?
এসবের মধ্যে যদি দেখেন- প্রক্রিয়াজাত উপাদান বেশি, তবে হয়ত টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।
প্যাকেটজাত খাবার, কোমল পানীয়, চিপস, সসেজ, চিকেন নাগেটস, আইস ক্রিম- এই ধরনের প্রক্রিয়াজাত খাবারে মেশানো হয় নানান ধরনের সংরক্ষক, কৃত্রিম উপাদান ও রং।