টেলিগ্রামের নিরাপত্তা ঝুঁকি বিশ্বব্যাপী উদ্বেগ বাড়াচ্ছে

বণিক বার্তা প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৯

মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চ্যাটিং, ফাইল শেয়ার ও বিটকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির লেনদেনের জন্য জনপ্রিয়। সম্প্রতি অপরাধমূলক কার্যকলাপের সুবিধা দেয়ার অভিযোগে গ্রেফতার হন কোম্পানিটির প্রধান নির্বাহী (সিইও) পাভেল দুরভ। এর পর থেকেই বর্তমানে আলোচনায় আসছে টেলিগ্রাম অ্যাপটি। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত শুক্রবার ইউক্রেন সরকার দেশটির সরকারি কর্মকর্তা, সামরিক কর্মী ও প্রতিরক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর কর্মীদের রাষ্ট্রীয় ডিভাইসে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে জাতীয় নিরাপত্তা বাড়ানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।


এদিকে রয়টার্সের শুক্রবারের প্রতিবেদন বলছে, ভারতের সবচেয়ে বড় স্বাস্থ্যবীমা কোম্পানি স্টার হেলথ থেকে চুরি হওয়া গ্রাহকতথ্য এখন টেলিগ্রামের চ্যাটবটের মাধ্যমে প্রকাশ্যে পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে মেডিক্যাল রিপোর্টও। প্রযুক্তিসংশ্লিষ্টদের মতে, এমন সব পরিস্থিতি টেলিগ্রামে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও