৩ দিনে ৩ স্থানে ৩ খুন, আসামি-এজাহার অভিন্ন

www.ajkerpatrika.com বাড্ডা প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০

হত্যার ঘটনাস্থল তিনটি, তিন হত্যাকাণ্ডের তারিখও ভিন্ন। কিন্তু তিনটি মামলার এজাহারের বর্ণনা প্রায় এক। আসামিরাও অভিন্ন, তাঁদের নামের ক্রমবিন্যাসও এক। এমন সাদৃশ্য দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা থানা এলাকায় সুমন সিকদার, হাফিজুল শিকদার ও সোহাগ মিয়া হত্যার ঘটনায় করা মামলাগুলোতে। বাড্ডা থানায় করা এ তিন মামলার এজাহারে ভিন্নতা রয়েছে কেবল বাদী ও নিহতের নামে।


দুটি মামলার বাদী অভিযোগ করেছেন, অন্য লোক এজাহার লিখে দিয়েছেন। তাঁরা শুধু স্বাক্ষর করেছেন। অভিযোগ রয়েছে, গত জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় করা অনেক মামলার ক্ষেত্রে এমন হয়েছে। এজাহারে ভুল ও অসংগতিও রয়েছে। এজাহারে বাদীর ইচ্ছার প্রতিফলন হয়নি।


ভুল তথ্য ও গৎবাঁধা আসামির কারণে মামলার সুষ্ঠু তদন্ত বাধাগ্রস্ত হবে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেন, প্রতিটি হত্যার ঘটনা আলাদা, এর সুষ্ঠু তদন্তের জন্য এফআইআর ও এজাহার সঠিক হওয়া প্রয়োজন। ভুল তথ্য ও অসংখ্য আসামির কারণে তদন্ত কর্মকর্তার সময় নষ্ট হবে। তাই সঠিক তথ্য দিয়ে মামলা করা উচিত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও