অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, অধিকাংশে ক্লাস শুরু
পর্যায়ক্রমে উপাচার্য নিয়োগের মাধ্যমে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা কাটতে শুরু করেছে। এ পর্যন্ত অন্তত ২০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
তবে প্রায় অর্ধেক সংখ্যক বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি। সেগুলোতে নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যেসব বিশ্ববিদ্যালয়ে এখনো নিয়োগ হয়নি সেগুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠ অধ্যাপকদের মাধ্যমে জরুরি আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ছাড়াই একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। তবে উপাচার্য না থাকায় পুরোদমে কার্যক্রম চালাতে অসুবিধা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, তাদের পরিকল্পনা হচ্ছে, পুরোনো ও বড় বিশ্ববিদ্যালয়ে আগে উপাচার্য নিয়োগ দেওয়া। তারপর পর্যায়ক্রমে অন্যগুলোতে উপাচার্য নিয়োগ করা হবে। এ জন্য উপাচার্য নেই এমন বিশ্ববিদ্যালয়গুলোতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মাধ্যমে জরুরি আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।