You have reached your daily news limit

Please log in to continue


২০০ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় রশিদ

উড়িয়ে মেরে সীমানা পার করতে চাইলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ডিপমিডউইকেটে বল জমা পড়ল জ্যাকব বেথেলের হাতে। এই উইকেট নেওয়ার মাধ্যমে রেকর্ডের খাতায় নাম ওঠালেন আদিল রশিদ। ইংল্যান্ডের ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট শিকার করলেন তিনি।

শনিবার লিডসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নতুন কীর্তি গড়েন রশিদ। ১৯৯ উইকেট নিয়ে খেলতে নামা এই লেগ স্পিনার ২০০ স্পর্শ করেন বিপজ্জনক ম্যাক্সওয়েলকে ফিরিয়ে। এরপর আরও একটি শিকার ধরেন তিনি। অ্যাডাম জ্যাম্পাকে বিদায় করায় তার উইকেটের সংখ্যা বেড়ে হয়েছে ২০১।

উইকেটের 'ডাবল সেঞ্চুরি' পূরণ করতে রশিদের লাগল ১৩৭ ম্যাচ। তিনি আটবার ৪ উইকেট ও দুবার ৫ উইকেট নিয়েছেন। তার ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স ছিল ২০১৭ সালে। ব্রিস্টলে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ২৭ রান খরচায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন