রেডিও টেলিস্কোপের কাজে হুমকি বাড়াচ্ছে মাস্কের স্টারলিংক স্যাটেলাইট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৪
রাতের আকাশকে হুমকির মুখে ফেলছে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক বা কৃত্রিম উপগ্রহের সম্প্রসারণ– সম্প্রতি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলছেন, এসব কৃত্রিম উপগ্রহ কেবল পৃথিবীর কক্ষপথকেই বিশৃঙ্খল করছে না, বরং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণেও ধারাবাহিকভাবে হস্তক্ষেপ করে চলেছে।
‘নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর রেডিও অ্যাস্ট্রোনমি (অ্যাস্ট্রোন)’ অনুসারে, শক্তিশালী সংকেত আসছে মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেসএক্স-এর তৈরি নতুন প্রজন্মের বিভিন্ন স্টারলিংক স্যাটেলাইট থেকে, যার ফলে ব্যাহত হচ্ছে বিভিন্ন রেডিও টেলিস্কোপের স্বাভাবিক কার্যকলাপ। এসব কৃত্রিম উপগ্রহ অনেক হাই-ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যার ফলে বাধার মুখে পড়ছে মহাবিশ্ব পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত সংবেদনশীল বিভিন্ন রেডিও টুল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- হুমকি
- স্যাটেলাইট
- রেডিও টেলিস্কোপ