You have reached your daily news limit

Please log in to continue


ব্যবহারকারীর ডেটা থেকে এআই প্রশিক্ষণ দিচ্ছে লিংকডইন

নিজেদের এআই মডেলকে প্রশিক্ষণ দিতে এবার ব্যবহারকারীর ডেটা কাজে লাগাচ্ছে লিংকডইন।

ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবেই এ সিস্টেমে সমন্বিত হয়ে যায়। এর মানে, নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরির জন্য সাইটটি এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার ব্যবহার করছে বলে এক আপডেটে উঠে এসেছে, যা প্রথম চিহ্নিত করেছে সংবাদ সাইট ‘৪০৪ মিডিয়া’।

সাইটটি শুধু লোকজন কীভাবে বিভিন্ন এআই পরিষেবা ব্যবহার করে, সে তথ্যই নয়, বরং ‘ব্যবহারকারীর পোস্ট ও নিবন্ধ এমনকি তিনি কত ঘন ঘন লিংকডইন ব্যবহার করেন, তার ভাষাগত পছন্দ ও লিংকডইন দলের কাছ থেকে তিনি কী ধরনের ফিডব্যাক পেয়েছেন, সে তথ্যও সংগ্রহ করে,” বলেছে কোম্পানিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন