টোনার কেনার আগে কী কী মাথায় রাখতে হবে? ত্বকের ধরন অনুযায়ী কে কী রকম টোনার বাছবেন?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১০

ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর টোনার স্প্রে করতে হয়। এ কথা সকলেই জানেন। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং পিএইচের সমতা বজায় রাখতে সাহায্য করে এই প্রসাধনীটি। ওপেন পোরসের সমস্যা থাকলেও তা নিরাময় করে। কিন্তু বাজারে তো বিভিন্ন ধরনের টোনার পাওয়া যায়। কার ত্বকের জন্য কোন ধরনের টোনার প্রয়োজন তা বুঝবেন কী করে? রূপচর্চা বিশেষজ্ঞেরা বলছেন, তার আগে জেনে রাখা প্রয়োজন কত ধরনের টোনার বাজারে পাওয়া যায়।


১) অ্যালকোহল-বেস্‌ড টোনার:


নাম শুনেই বোঝা যাচ্ছে এই টোনারে অ্যালকোহলের পরিমাণ বেশি। অ্যালকোহলজাতীয় টোনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, উন্মুক্ত পোরস টান টান রাখতেও সাহায্য করে। তবে ব্রণ থাকলে এই ধরনের টোনার ব্যবহার করতে বারণ করা হয়। দীর্ঘ দিন অ্যালকোহল দেওয়া টোনার ব্যবহার করলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও