ভুলে যাচ্ছেন মানেই কি আলঝেইমার
প্রথম আলো
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৮
ডিমেনশিয়া বা স্মৃতিলোপ হওয়ার মতো রোগে আক্রান্ত হলে আশপাশের মানুষকে চিনতে পারেন না রোগী। নিজের দৈনন্দিন কাজকর্ম করতেও ভুলে যান তাঁরা। ধীরে ধীরে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন আক্রান্ত ব্যক্তিরা। বর্তমানে ডিমেনশিয়া একটি ভয়ংকর ব্যাধিতে পরিণত হয়েছে।
তবে প্রাত্যহিক জীবনে চলতে-ফিরতে অনেক কিছু মনে থাকছে না মানেই তা ডিমেনশিয়া নয়। যেমন ভুলে যাওয়ার সমস্যায় ভোগা বার্ধক্যের একটি সাধারণ সমস্যা। বয়স বাড়লে স্মৃতি অনেক সময় সঙ্গ দেয় না। অতি সাধারণ কথাও অনেক সময় মনে থাকে না। বাড়ির বয়স্ক সদস্যদের খেয়াল করলেই তা বোঝা যায়। তবে এই ভুলে যাওয়া রোগ যখন মারাত্মক হয়ে ওঠে, তখন অবশ্যই গুরুত্ব দিতে হবে। যেকোনো রোগের ক্ষেত্রে চিকিৎসার চেয়ে প্রতিরোধ করা ভালো। কিন্তু ডিমেনশিয়া বা আলঝেইমারের মতো রোগের ক্ষেত্রে প্রতিরোধের বিষয়টি ততটাও সহজ নয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ডিমেনশিয়া
- আলঝেইমার্স