‘মব জাস্টিস’ সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত : ন্যাপ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩
দেশের বিভিন্ন স্থানে ‘মব জাস্টিস’ বা ‘উত্তাল জনতার বিচার’ নামে সম্প্রতি যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)৷
দলটি বলছে, ‘মব জাস্টিস’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ‘মব জাস্টিস’-এ হত্যাকাণ্ড খুবই মর্মান্তিক ও হৃদয়স্পর্শী। সবাইকে মনে রাখতে হবে ‘মব জাস্টিস’ সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত।
শনিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গনি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এ উদ্বেগ জানান।