ব্যাংক সংস্কারে কমিশন নয়, টাস্কফোর্স

যুগান্তর ড. আর এম দেবনাথ প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭

দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম ‘ব্যাংকিং কমিশনের’ কথা। বর্তমান উপদেষ্টা পরিষদের অনেকেরও কথা ছিল ব্যাংকিং কমিশনের। এখন আমরা সপ্তাহখানেক আগে পেয়েছি ‘টাস্কফোর্স’। তাদের কাজ হবে ব্যাংক খাতের সংস্কারের ওপর সুপারিশ করা।


কাগজে দেখলাম, ছয় সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্সের প্রধান কাজ তিনটি : ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরা, ব্যাংকের খারাপ ঋণের (ডিসট্রেসড অ্যাসেট) চিত্র তুলে ধরা এবং ব্যাংক খাতের ঝুঁকিগুলো চিহ্নিত করা। অবশ্যই তারা এসব বিষয়ে তাদের সুপারিশ বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেবেন। কাগজ পড়ে মনে হয়েছে, টাস্কফোর্সটি করেছে বাংলাদেশ ব্যাংক। বাইরে থেকে আমরা যা বুঝি, তাতে মনে হয় ‘কমিশন’ করলে তা করত সরকার-যেমন দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন। টাস্কফোর্স ও কমিশনের মধ্যে একটা পার্থক্য আছে দৃশ্যত। সে যাই হোক, আমরা চেয়েছিলাম ‘কমিশন’, পেয়েছি ‘টাস্কফোর্স’। তবু মন্দের ভালো। দেখা যাক তারা কিছুদিন পর কী কী সুপারিশ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও