You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে তৈরি হলো ‘দেবারা’

রাজামৌলি পরিচালিত সিনেমা আরআরআর। মুখ্য ভূমিকায় ছিলেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যবসাসফল হয়েছিল। কিন্তু অদ্ভুত কারণে রাম চরণ এ সিনেমার জন্য আলোচিত হননি। আলো কেড়ে নিয়েছেন জুনিয়র এনটিআর। আরআরআরের একমাত্র নায়ক হিসেবে তাকেই প্রচার করা হয়েছে। এরপর ক্যারিয়ার গ্রাফও উঠেছে এককালে বিদ্রূপের শিকার হওয়া এ নায়কের। তারই নতুন সিনেমা ‘দেবারা’। পরিচালনা করেছেন কোরাতলা শিবা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জাহ্নবী কাপুর ও সাইফ আলী খান। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার প্রথম ট্রেলার। এরপর সিনেমাটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জুনিয়র এনটিআর। তিনি জানালেন সিনেমাটির দর্শক প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

অভিনেতা বলেন, ‘সত্যি বলতে, আমি বেশ চিন্তিত। কেননা প্রায় ছয় বছর পর আমি একটা সলো ফিল্ম করলাম। অন্য সিনেমাগুলোয় কোনো না কোনো বড় অভিনেতা থাকতেন আমার সঙ্গে। আমি জানি অনেক কিছুই আমাদের হাতে থাকে না মুক্তির পর, তাই সিনেমা নির্মাণে সবাই যত্নবান ছিলেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন