গুগল ট্রান্সলেটে বাংলা কত শব্দ আছে জানেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১
সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। নানান কাজে প্রথম ভরসা হতে পারে গুগল। গুগলে যখন যা ইচ্ছা সার্চ করছেন। যা জানতে ইচ্ছা হচ্ছে সার্চ করে জেনে নিচ্ছেন। শুধু সার্চের জন্যই নয় গুগলের রয়েছে আরও অসংখ্য ফিচার।
গুগল প্লে থেকে পছন্দ ও প্রয়োজন মতো যখন খুশি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। গুগল ট্রান্সলেটে যে কোনো ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন। জানেন কি,বাংলা কত শব্দ আছে গুগল ট্রান্সলেটে? কয়েকমাস আগেই গুগল অনুবাদে সাত লাখ বাংলা শব্দ যোগ করে রেকর্ড করলো গুগল। এর আগে ২০১৫ সালে গুগল অনুবাদে চার লাখ বাংলা শব্দ যোগ হয়েছিল।