বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন।
ইব্রাহিম আকিল নামে ওই কমান্ডারের নিহত হওয়ার বিষয়টি ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে। তবে হিজবুল্লাহ এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
শুক্রবার দক্ষিণ বৈরুতের শহরতলিতে ইসরায়েল এ বিমান হামলা চালায় বলে খবর বিবিসির। এতে বলা হচ্ছে, নিহত আকিল হিজবুল্লাহর অভিজাত 'রাদওয়ান বাহিনীর' নেতা ছিলেন। হামলার সময় তিনি হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ছিলেন।
লেবাননের কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলীয় শহরতলীত ইরান সমর্থিত গোষ্ঠীটির শক্ত ঘাঁটি দাহিয়েহ এলাকায় চালানো ওই হামলায় অন্তত ১৪ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।
ওই হামলায় একটি আবাসিক ভবন ধসে পড়ে এবং অন্য ভবনগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে।