You have reached your daily news limit

Please log in to continue


রায়হান রাফীর সঙ্গে প্রেম ছিল কী না, জানালেন তমা মির্জা

সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেম প্রকাশ্যে চললেও সেই সম্পর্ককে শুধু ‘জাস্ট ফ্রেন্ড’ বলেই আখ্যা দিতেন তারা। কিন্তু তাদের সেই ‘ওপেন সিক্রেট’ রসায়নের যে অবনতি ঘটেছে! রাফীর দাবি, তাদের মধ্য আগে যে সম্পর্কটি ছিল, সেটি এখন নেই। তবে একটি সম্পর্ক রয়েছে, যেটি শুধু বন্ধুত্ব।

একটা সময় এই দুই তারকাকে একসঙ্গে লেগে থাকতে দেখা যেত। একে অন্যের পাশে থাকা, একসঙ্গে বিভিন্ন সারপ্রাইজের আয়োজন করা, বিশেষ দিনগুলোতে পরস্পরকে শুভকামনা জানানো, এমনকি একসঙ্গে বেড়াতেও যেতেন রাফী-তমা। এসব তো আর ভক্ত-অনুরাগীদের নজর এড়াতে পারেনি। 

রাফী-তমার সম্পর্কের বিষয়টি খোলাসা করতে সম্প্রতি ভারতের একটি বাংলা গণমাধ্যম উভয়ের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করে। এতে রায়হান রাফীর সাড়া না মিললেও এই সম্পর্ক নিয়ে আলাপচারিতায় মশগুল হন তমা মির্জা। উলটো একরকম প্রশ্নই রাখলেন তিনি। রায়হানের সঙ্গে কী আদৌ প্রেম ছিল তার? কারণ, রায়হানের সঙ্গে প্রেম ছিল- এমন কথা অন্তত কোনোদিনই বলেননি তমা। সেখানে প্রেমে ছিলেন কী না- এমন কথা তো প্রশ্নেই আসে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন