‘আশ্রয়কেন্দ্র থেকে চলে যেতে বলছে, কোথায় উঠবো জানি না’
নোয়াখালীতে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে স্মরণকালের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অনেক মানুষ এক মাসেরও বেশি সময় ধরে বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। কর্মহীন হয়ে পড়েছেন আরও অনেকে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া এসব মানুষদের সংশ্লিষ্টরা বাড়িঘরে ফিরে যাওয়ার জন্য বার বার তাগিদ দিলেও তারা বলছেন, বাড়ি ফেরার মতো ‘অবস্থা নেই’ তাদের।
বেগমগঞ্জ উপজেলার উত্তর একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত এক মাসের বেশি সময় ধরে পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে নিয়ে আশ্রয় নিয়ে আছেন একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৭০ বছর বয়সী আনোয়ারা বেগম।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বন্যা পরিস্থিতি
- আশ্রয়কেন্দ্র