ঢাকায় জমে উঠছে এশিয়ান পর্যটন মেলা
দর্শনার্থীদের আনাগোনায় ঢাকায় জমে উঠছে এশিয়ান পর্যটন মেলা। আজ শুক্রবার মেলার দ্বিতীয় দিনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রথম দুই দিনের তুলনায় মানুষের চাপ বেড়েছে।
আয়োজকেরা বলছেন, ‘ছাত্র-জনতার গণ-অভুত্থানের পর দেশে প্রথম আন্তর্জাতিক এই পর্যটন মেলা মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। এটি দেশের পর্যটন খাতের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
‘খুলবে পর্যটনের দুয়ার—এশিয়ান টুরিজম ফেয়ার’ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয় ১১ তম এশিয়ান টুরিজম ফেয়ার-২০২৪। মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসাইন প্রামাণিক। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। পর্যটনশিল্পে গতি ফেরাতে তিন দিনব্যাপী এ টুরিজম ফেয়ার চলবে ২১ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পর্যটন মেলা