গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে ‘মব কালচারের’ বিস্তৃতি ঘটছে: ছাত্রদল

প্রথম আলো প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলেছে, গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘মব কালচারের’ বিস্তৃতি ঘটছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ছাত্রদলের শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।


লিখিত বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা অবিলম্বে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কয়েক ঘণ্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও