চোখের জটিল রোগ ‘অপটিক নিউরাইটিস’

প্রথম আলো প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭

অপটিক নিউরাইটিস বা অপটিক নিউরোপ্যাথি হলো অপটিক নার্ভের প্রদাহ। অপটিক নার্ভ চোখের সঙ্গে মস্তিষ্কের প্রধান ও একমাত্র স্নায়ু সংযোগ, যা আমাদের দেখতে সহায়তা করে। চোখ থেকে মস্তিষ্কে দৃষ্টির সংকেত পাঠায় এই নার্ভ। কোনো কারণে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টি সমস্যা দেখা দেয়।


কেন হয়



  • বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও মেথিলেটেড স্পিরিট সেবনে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, যাকে বলে টক্সিক অপটিক নিউরোপ্যাথি, যেমন ইথামবিউটলের মতো যক্ষ্মার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। যাঁদের কিডনির সমস্যা আছে, তাঁদের ইথামবিউটলের ডোজ খুব সাবধানে হিসাব করতে হবে। যক্ষ্মার আরেক ওষুধ আইসোনায়াজাইড বা আইএনএইচ ব্যবহারেও অপটিক নিউরোপ্যাথি হতে পারে, বিশেষ করে ইথামবিউটলের সঙ্গে একত্রে ব্যবহার করা হলে। মৃগী রোগের ওষুধ, যেমন ভিগাবাট্রিন; অ্যান্টি–ক্যানসারের ওষুধ, যেমন মিথোট্রেক্সেড ব্যবহারে অনেক সময় অপটিক নিউরোপ্যাথি দেখা দিতে পারে।




  • ধূমপান, অ্যালকোহল সেবন, পুষ্টি সমস্যা বিশেষ করে বি১২, বি১ (থায়ামিন), বি২ (রাইবোফ্লেবিন), বি৬ (পাইরিডক্সিন) ও নিয়াসিনের ঘাটতি, ফলিক অ্যাসিড, আমিষ ও খাদ্যে কপার, জিংকের ঘাটতি।

  • ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ, অটোইমিউন ডিজিজ, যেমন এসএলই, পলি–আর্টারাইটিস নডোসা।

  • এ ছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, টেম্পোরাল আরটারাইটিস ও মাল্টিপল সেক্লরোসিসেও অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও