চলছে মস্তিষ্কের অস্ত্রোপচার, সিনেমায় মগ্ন রোগী, ভিডিয়ো দেখে হতবাক নেটিজ়েনরা

eisamay.com প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯

অপারেশন থিয়েটারে তখন চলছে মস্তিষ্কের অস্ত্রোপচার। ডাক্তাররা ব্যস্ত সেই প্রক্রিয়ায়। এই দিকে রুগী তখন মন দিয়ে জুনিয়র এনটিআর-র ছবি দেখছেন। সম্প্রতি এই বিরল ঘটনা নজর কাড়ল সকলের। আর অস্ত্রোপচারের এই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হলো ইন্টারনেটে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, এক দিকে ডাক্তার মস্তিষ্কে অস্ত্রোপচার করছেন। রোগীর মুখে অক্সিজেন মাস্ক। সেই অবস্থাতেই রোগী দেখছেন সিনেমা।


স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৫৫ বছর বয়সী এ. অনন্তলক্ষ্মীর ব্রেন টিউমার ধরা পড়ে। তা বাদ দিতেই চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। আর এই জটিল অস্ত্রোপচারের জন্য রোগীকে জাগিয়ে রাখতে হতো। সেজন্যই তাঁকে জুনিয়র এনটিআর-র জনপ্রিয় তেলুগু সিনেমা অধুরস দেখানো হচ্ছিল। অস্ত্রোপচারের এই পদ্ধতিকে বলা হয় 'অ্যাওয়েক ক্র্যানিওটোমি'। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া সরকারি জেনেরাল হাসপাতালেই এই ব্রেন সার্জারি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও