ইসরায়েলের পেজার আক্রমণ, বহুদূর গড়াবে প্রভাব
গত মঙ্গলবার লেবাননে যে পরিস্থিতির অবতারণা হলো, তা দেখলে মনে হবে যেন কোনো জেমস বন্ড ছবি থেকে নেওয়া অদ্ভুত দৃশ্য। দেশজুড়ে শত শত হিজবুল্লাহ যোদ্ধাদের পকেটে থাকা পেজার একযোগে বিস্ফোরিত হওয়া শুরু হলো। সাইবার যুদ্ধের সঙ্গে নাশকতা মিলিয়ে ইসরায়েল এই আক্রমণ করেছে।
তবে বাস্তব জীবনে ঘটা এই রোমাঞ্চ উপন্যাসের পরবর্তী অধ্যায় কে লিখবে—হিজবুল্লাহ, না ইসরায়েল? ইসরায়েলি কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল। এই আক্রমণ এক সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ শুরু করে দিতে পারে। এই যুদ্ধ এড়িয়ে যেতে আমেরিকানরা চেষ্টা করছিল এক বছর ধরে।
ইসরায়েল মঙ্গলবারের আক্রমণের দায় নেয়নি এখনো। তার প্রয়োজনও নেই। লেবাননের ভেতরে এমন চতুর, পরিশীলিত আর দুঃসাহসী আক্রমণ আর কোন দেশ করবে? ভিডিওতে দেখা গেছে, হিজবুল্লাহ যোদ্ধারা নিজেদেরই যোগাযোগ ডিভাইসের বিস্ফোরণে ছিটকে গিয়ে পড়েছেন মেঝেতে। এ ছিল ইরান-সমর্থিত হিজবুল্লাহর জন্য ইসরায়েলিদের দেওয়া এক অব্যর্থ বার্তা—‘তোমরা যেখানে যাও, আমরা সেখানেই যেতে পারি।’
- ট্যাগ:
- মতামত
- হিজবুল্লাহ
- আক্রমণ