টমেটো চাষে লোকসান ২৫ লাখ, অফিসের ৫০ ল্যাপটপ চুরি যুবকের!
টমেটো চাষ করে বিপুল লোকসান হয়েছে তাই কর্মরত সংস্থা থেকে ৫০টি ল্যাপটপ চুরি করে বিক্রি করে দিয়েছেন এক যুবক। প্রায় ২২ লাখ টাকার ল্যাপটপ চুরির অভিযোগে ভারতের বেঙ্গালুরুতে ২৯ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করা হয়েছে পুলিশ।
মুরুগেশ এম নামের ওই যুবক টমেটো চাষ ও একটি কম্পিউটার সংস্থার ব্যবসা খুলে ২৫ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েন। সেই টাকা ফেরত পাওয়ার জন্য তিনি ল্যাপটপগুলো হোসুরের একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ মেরামতির দোকানে বিক্রি করেছিলেন।
আনন্দবাজার পত্রিকার সূত্রে জানা যায়, ওই যুবক তামিলনাড়ুর হোসুর থেকে বিসিএ স্নাতক ডিগ্রি লাভ করেন। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে একটি মাল্টিমিডিয়া সংস্থায় ‘সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর’ হিসেবে কাজ করেছেন। সংস্থার মজুত ল্যাপটপ থেকে ধীরে ধীরে তিনি সেগুলো নিয়ে বাইরে বিক্রি করে দিতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
- ট্যাগ:
- জটিল
- ল্যাপটপ চুরি
- টমেটো চাষ