You have reached your daily news limit

Please log in to continue


সময় থাকতে শেখ হাসিনাকে ফেরত পাঠান, ভারতকে দুদু

ভারতের রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ভারত আমাদের বন্ধু। একাত্তরের মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে। সেই ভারত একজন গণহত্যাকারীকে, অর্থলোপাটকারীকে কোনো কাগজপত্র ছাড়াই আশ্রয় দেবে এটা আমরা প্রত্যাশা করি না। সময় থাকতে তাকে (শেখ হাসিনাকে) ফেরত পাঠান।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। গণহত্যাকারী ও তার দোসরদের বিচার দাবিতে মানববন্ধন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।

মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন, ‘যারা এ দেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষের ১৮ থেকে ২০ লাখ কোটি টাকা লোপাট করেছে, যারা এ দেশের সাধারণ জনগণ, ছাত্রদের হত্যা করেছে- তারা ভারতে থাকতে পারে না। আমি ভারতের রাষ্ট্রপ্রধানকে বিশেষভাবে বলবো সময় থাকতে তাকে ফেরত পাঠান।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন