সরকারের ১ মাসের উদ্যোগ ও কার্যক্রমে সন্তুষ্ট নন ৫১%

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬

অন্তর্বর্তী সরকারের প্রথম এক মাসে নেওয়া উদ্যোগ ও কার্যক্রমে সন্তুষ্ট নন ৫১ শতাংশ মানুষ। বিপরীতে ৪৫ শতাংশ মানুষ সরকারের এক মাসের উদ্যোগে সন্তুষ্ট বলে জানান। প্রথম আলোর ফেসবুক পেজে পরিচালিত এক জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে।


ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। এক মাসে সরকারের নেওয়া উদ্যোগ ও কার্যক্রম নিয়ে মানুষের মতামত জানতে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত প্রথম আলোর ফেসবুক পেজে জরিপ চালানো হয়। জরিপে মোট ১ লাখ ৩ হাজার ৬৫৬ জন ভোট দেন। জরিপে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভোট দেওয়ার সুযোগ ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও