উপদেষ্টা ফারুকের সাক্ষাৎকার: বেশিরভাগ মুক্তিযোদ্ধাই সশস্ত্র যোদ্ধা নন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১

বেশিরভাগ মুক্তিযোদ্ধা যারা হয়েছেন, তারা সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়ে সশস্ত্র যোদ্ধা নন, নানান রকম সহযোগিতা করেছেন এমন লোকজন। মুক্তিযুদ্ধে যারা সশস্ত্র লড়াই করতে গেছেন এবং সেখানে মারা গেছেন তাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করব।


অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।


ফারুক ই আজম একজন মুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। দুই মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন জাগো নিউজের সঙ্গে। দুই পর্বের সাক্ষাৎকারের আজ প্রকাশিত হলো দ্বিতীয় পর্ব। এ পর্বে ভুয়া মুক্তিযোদ্ধা, শহীদদের সংখ্যা, রাজাকারের তালিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন উপদেষ্টা। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ রানা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও