![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-09-18%252F7hyqlufy%252FOcean.jpg%3Frect%3D150%252C0%252C1620%252C1080%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
কার্বন সংগ্রহ করতে সমুদ্রে ফেলা হবে লোহা
প্রথম আলো
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩
বিজ্ঞানীরা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই–অক্সাইড সংগ্রহ করতে প্রশান্ত মহাসাগরের পানিতে লোহা ফেলতে চান। ফ্রন্টিয়ার্স ইন ক্লাইমেট জার্নালে এমনই একটি কৌশলের কথা প্রকাশিত হয়েছে। কার্বন সংগ্রহ করতে এই পদ্ধতিতে অনেক কম খরচ হবে। অলাভজনক প্রতিষ্ঠান এক্সপ্লোরিং ওশান আয়রন সলিউশনের বিশেষজ্ঞরা কৌশলটি কাজে লাগিয়ে কার্বন ডাই–অক্সাইড ধরতে চান।
এ কৌশল সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর কেমন প্রভাব ফেলতে পারে, তা নির্ধারণ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ২০২৬ সালে উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরে ১০ হাজার বর্গকিলোমিটার সমুদ্রজুড়ে পরীক্ষা শুরু করতে চান বিজ্ঞানীরা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রশান্ত মহাসাগর
- কার্বন শোষণ