জুতা-বার্গার, অদ্ভুত আকৃতির গাড়ি বানানোই নেশা তার

জাগো নিউজ ২৪ হায়দরাবাদ প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯

যা ইচ্ছা, যেমন ইচ্ছা তেমনই করি। ৬৮ বছর বয়সী সুধাকর কন্যাবিয়ান বোধহয় তারই উদাহরণ। তিনি পেশায় একজন গাড়ি ডিজাইনার। শৈশব থেকেই গাড়ির প্রতি বেশি উৎসাহি ছিলেন তিনি। সম্প্রতি একটি বিশ্বরেকর্ডও করেছেন এই গাড়ি তৈরি করেই।


তবে তার তৈরি গাড়িগুলো আর দশটা সংস্থার গাড়ির মতো নয় একেবারেই। চার চাকা আছে বটে, তবে দেখতে কোনোটি বিশাল এক বুট জুতা, কোনোটা ক্রিকেট ব্যাট, টেনিস বল, কোনোটি আবার আস্ত এক বার্গার। সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে সুধাকরের ক্যালিডোস্কোপিক সুধা কারস মিউজিয়াম একটি অসাধারণ অভিজ্ঞতা উপস্থাপন করে যা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও