![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-04%252F10bc5970-e74a-4d86-b4df-c6f75f263123%252Fprothomalo_bangla_2020_09_62bbee7c_28e0_4abe_b10b_0856c1d33a25_4499b667_af50_44c1_a383_b18fddda43aa.png%3Frect%3D0%252C0%252C1366%252C911%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
সেতু বিভাগের সচিব মনজুর হোসেন ওএসডি
প্রথম আলো
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৬
সেতু বিভাগের সিনিয়র সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন, পুলিশ, শিক্ষা ক্যাডারসহ গুরুত্বপূর্ণ সরকারি পদগুলোতে ব্যাপক পরিবর্তন আসছে। একই সঙ্গে পদোন্নতি ও নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি অনেক কর্মকর্তাকে ওএসডি করা হচ্ছে।