এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব: ভিয়েতনাম যাওয়ার আগে অনেক ক্ষোভ মারুফুলের
প্রথম আলো
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৯
বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দল নেপাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে এসেছে এক মাসও হয়নি। কিন্তু একই দলকে নিয়ে আসন্ন এএফসি অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তেমন কোনো আশাই দেখছেন না কোচ মারুফুল হক। ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশ দল কতটা ভালো করতে পারবে, তা নিয়ে সন্দিহান দেশের একমাত্র উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ।
দল নিয়ে আশার কথা শোনাতে না পারা মারুফুল মূলত ক্ষুব্ধ। আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর কণ্ঠে ছিল অভিমান ও ক্ষোভের বহিঃপ্রকাশ। ভিয়েতনামগামী অনূর্ধ্ব–২০ দলটিকে মনমতো প্রস্তুত করতে পারেননি জানিয়ে বলেছেন, ‘সব দোষ আমারই। যেহেতু আমি দলের হেড কোচ, আমি হয়তো তাদের সেভাবে বোঝাতে সক্ষম হইনি। আমার প্রয়োজনীয়তা, টিমের প্রয়োজনীয়তা আর টুর্নামেন্টের গুরুত্ব আমি ঠিকমতো বোঝাতে পারিনি কাউকে, এটাই আমার ব্যর্থতা।’
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- সাফ চ্যাম্পিয়নশিপ
- মারুফুল হক