![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2015%252F09%252F16%252Feda71b1bbcbe53e497e52d81a8b0c743-12.jpg%3Frect%3D0%252C81%252C1200%252C800%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
গর্ভাবস্থায় ভাইরাল জ্বর হলে কী করবেন
বর্ষার শেষে শরৎ এসেছে। প্রকৃতির এই পরিবর্তনে সক্রিয় হয়ে গেছে কিছু রোগ সংক্রমণকারী ভাইরাস। বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশা জন্মের কারণে ডেঙ্গু যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বায়ুবাহিত রোগ ইনফ্লুয়েঞ্জা। সাধারণ মানুষের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের ভাইরাল জ্বর বেশি ঝুঁকিপূর্ণ। একদিকে গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা, অন্যদিকে এ সময় অনেক ওষুধের নিষেধাজ্ঞা। যেকোনো ধরনের জ্বরই গর্ভাবস্থায় ক্ষতিকর। তাই এ সময়ে অন্তঃসত্ত্বা নারীদের বেশি সতর্ক থাকতে হবে।
যেকোনো ধরনের জ্বরই গর্ভাবস্থায় ক্ষতিকর। অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুর সংক্রমণ হলে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। এ সময় ডেঙ্গুর জটিলতা; যেমন রক্তপাত, রক্ত ঘন হয়ে যাওয়া, শরীরের বিভিন্ন জায়গায় (পেটে, ফুসফুসে) পানি জমা হওয়া এবং গর্ভপাত হওয়ার মতো বিষয়গুলো বেড়ে যায়। ভাইরাল জ্বরে গর্ভবতী নারীদের রোগের তীব্রতা অনেক বেশি হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- জ্বর
- ভাইরাস জ্বর