সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৭

গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেছে। অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্নীতির লাগাম টেনে ধরতে নানা পদক্ষেপ নিয়েছে। বিভক্তির বদলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষমতার পালাবদলের সময় পুলিশ ও জনপ্রশাসনে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তা স্বাভাবিক অবস্থায় আসতে শুরু করেছে।


এসব ইতিবাচক পরিস্থিতির পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাজার, খানকা বা পীরের আস্তানা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে, তা খুবই দুর্ভাগ্যজনক। একশ্রেণির মানুষ কোথাও কোথাও মাজার-খানকা গুঁড়িয়ে দিয়েছে। আবার কোথাও গানবাজনা না করার বিষয়ে মাজার কর্তৃপক্ষের কাছ থেকে জোরপূর্বক অঙ্গীকার আদায় করে নিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও