বাংলাদেশ-ভারত ম্যাচের আগে পিচ কিউরেটরের রহস্যময় মন্তব্য
বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগেই যেন ভিন্ন এক আমেজ পাচ্ছে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) আগামীকাল শুরু হচ্ছে প্রথম টেস্ট। মাঠের পারফরম্যান্স নিয়ে ক্রিকেটবোদ্ধারা যেমন বিভিন্ন মন্তব্য করছেন, এবার এক পিচ কিউরেটর বলেছেন রহস্যময় এক কথা।
লাল মাটি না কালো মাটি—চেন্নাইয়ে কোন ধরনের পিচে খেলা হবে, সেটা নিয়ে গত কয়েক দিন ধরে চলছে আলোচনা। যেখানে লাল মাটির পিচ পেসসহায়ক। অন্যদিকে স্পিনবান্ধব পিচ হিসেবে কাজ করে কালো মাটি। সে যা-ই হোক, চেন্নাইয়ে চলছে এখন ভ্যাপসা গরম। এমন আবহাওয়ার প্রভাব চিপকের পিচের ওপর ফেলতে পারে বলে ধারণা এক কিউরেটরের। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) নাম প্রকাশে অনিচ্ছুক এক কিউরেটর বলেন, ‘চেন্নাইতে গত কয়েক সপ্তাহ ধরেই প্রচণ্ড গরম। তাপমাত্রা ৩০-এর কাছাকাছি। যদিও আমি শুনেছি যে পিচ যথেষ্ট পানি পেয়েছে। তবে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে এটা (পিচ) ভাঙতে পারে।’
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ-ভারত
- বাংলাদেশ-ভারত সিরিজ