এককালীন-মাসিক ভাতা পাবে হতাহতদের পরিবার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় হতাহতদের সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সেই ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে।
এ অর্থ দিয়ে এক সপ্তাহের মধ্যে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করা হবে। সেটা এককালীন ও মাসিক ভাতা হিসেবে দেওয়ার কথা জানানো হয়েছে। এ ছাড়া ফাউন্ডেশনের তহবিলে অনুদান দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে।