গঙ্গা ও পদ্মায় আবার পানি বাড়ছে
প্রথম আলো
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১
গঙ্গা ও পদ্মা অববাহিকায় পানি বাড়তে শুরু করেছে। আগামী দুই দিন ওই দুই অববাহিকায় পানি আরও বাড়তে পারে। ফলে রাজশাহী ও খুলনা বিভাগের নিম্নাঞ্চল ও চরগুলো প্লাবিত হতে পারে। আগামী তিন দিনের মাথায় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ থেকে বৃষ্টি বাড়তে পারে। এতে আবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে ওই দুই এলাকার নদ–নদীর পানি বাড়তে পারে। এতে শুধু এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সামনে বড় কোনো বন্যার আশঙ্কা নেই।
সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, বর্ষার আমেজ বিদায় নিতে আরও সপ্তাহ দুয়েক লাগবে। এ সময়ে সাধারণত বৃষ্টি বেড়ে যায়। এমনিতেই দেশের নদ–নদীগুলোতে পানি বেশি। ফলে নতুন করে পানি বাড়তে পারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জলাবদ্ধতা
- পানি বৃদ্ধি