‘ব্যবহার পুরাই চেঞ্জ, সবাই স্যার বলে ডাকছেন’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন নোয়াখালীর সেনবাগের রসুল করিম। তার চোখেমুখে এক ধরনের উচ্ছ্বাস আর আনন্দ লক্ষ্য করা গেল।


গত সোমবার বেলা সোয়া ১২টায় দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে কথা হয় এই যাত্রীর সঙ্গে।


সেই উচ্ছ্বাস ঠিক কী কারণে জানতে চাইলে তিনি বলেন, “বিমানবন্দরে যে চিত্র দেখলাম, এ রকম আগে চোখে পড়েনি। বিশেষ করে ইমিগ্রেশন কর্মকর্তাদের ব্যবহার পুরাই চেঞ্জ। সবাই ‘স্যার' বলে ডাকছেন।”


২০০৮ সালে সৌদি আরবে যান রসুল করিম। সেখানে জেদ্দায় একটি কফিশপে কাজ করেন তিনি।


বিডিনিউজ টোয়েন্টিফোরের সঙ্গে কথা হলে রসুল করিম বলেন, “এই ১৬ বছরে কখনও ইমিগ্রেশনে এমন চিত্র চোখে পড়েনি। এরপর আমি ইমিগ্রেশন শেষ করে বেল্টে যাওয়ার আগেই লাগেজ পৌঁছে গেছে। এটা ভাবাও যায়নি কিছু দিন আগেও।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও