বৈষম্যহীন সংস্কারের নামে নতুন করে বৈষম্যের সৃষ্টি করবেন না: গয়েশ্বর রায়

প্রথম আলো প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৮

আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে হওয়া ‘রাজনৈতিক মামলা’ এখনো প্রত্যাহার না করার কঠোর সমালোচনা করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘আপনাদের নামের মামলাগুলো তো প্রত্যাহার করে নিলেন, বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধের মামলাগুলো কেন এত দিনে প্রত্যাহার করে নিলেন না? গত ১৬ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা পতন আন্দোলনে কি আমরা রক্ত দিইনি? আমাদের হাজার হাজার নেতা–কর্মী খুন হয়েছে, গুম হয়েছে। বৈষম্যহীন সংস্কারের নামে নতুন করে বৈষ্যমের সৃষ্টি করবেন না।’


আজ মঙ্গলবার খুলনা নগরের শিববাড়ী মোড়ে আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে মহানগর ও জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর রায় আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সারা দেশের বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও