নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগ: ঠাসা সূচি নিয়ে শঙ্কিত আলিসন-আকাঞ্জিরা, আছে অকাল অবসরের ভাবনাও
প্রথম আলো
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫
নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগ মাঠে গড়াচ্ছে আজ। ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের জাঁকজমক বাড়াতেই টুর্নামেন্টের কাঠামোয় এই সংস্কার আনার দাবি করেছে আয়োজক উয়েফা। তবে এই পরিবর্তনকে সাদরে বরণ করে নিতে পারেননি বেশির ভাগ খেলোয়াড়।
টুর্নামেন্ট শুরুর আগে লিভারপুল তারকা আলিসন ও ম্যানচেস্টার সিটি তারকা মানুয়েল আকাঞ্জি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কোনো রাখঢাক রাখেননি। তাঁরা বলেছেন, ঠাসা সূচি প্রণয়ন করতে গিয়ে খেলোয়াড়দের কথা ভাবেনি কেউ। সামনের দিনগুলোতে ফুটবলাররা অকালে খেলা ছাড়তে পারেন বলেও শঙ্কিত তাঁরা।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- চ্যাম্পিয়নস লিগ
- টুর্নামেন্ট