রাজনৈতিক টানাপোড়েন ও ভিসা জটিলতা, ভোগান্তিতে দুই দেশের শিল্পীরা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪

কয়েক বছর ধরে টালিউডে কাজের সংখ্যা বেড়েছে ঢাকার শিল্পীদের। টালিউডের শিল্পীরাও নিয়মিত কাজ করছেন এ দেশে। তবে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন আর ভিসা জটিলতায় ভোগান্তিতে পড়েছেন দুই বাংলার শিল্পীরা। অনেক সিনেমার কাজ স্থগিত হয়ে পড়েছে, কেউ আবার নির্ধারিত সিনেমার কাজ ছেড়ে দিয়েছেন। ভবিষ্যৎ কাজ নিয়েও শঙ্কায় রয়েছেন অনেকে। 


পশ্চিমবঙ্গের স্বস্তিকা মুখার্জিকে নিয়ে ‘আলতা বানু জোছনা দেখেনি’ ও ‘ওয়ান ইলেভেন’ নামের সিনেমা বানানোর কথা যথাক্রমে হিমু আকরাম ও কামরুল রিফাতের। পরিস্থিতি বিবেচনা করে দুটি সিনেমার শুটিং স্থগিত করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে আলতা বানু জোছনা দেখেনি সিনেমার শুটিং করার কথা ছিল স্বস্তিকার। তবে ওয়ার্ক পারমিট না পাওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে শুটিং। নির্মাতা হিমু আকরাম বলেন, ‘চলতি মাসের ১ তারিখ থেকে শিল্পীদের শিডিউল নেওয়া ছিল। ভিসা জটিলতাসহ নানা কারণে তা পেছানো হয়েছে। স্বস্তিকা মুখার্জির ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু দেশের সার্বিক অবস্থা বিবেচনায় তা হয়নি। আমাদের জানানো হয়েছে, শিগগির সব ঠিক হয়ে যাবে। এরপর আবার আবেদন করতে হবে। তখন নতুন করে শুটিং প্ল্যান করব।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও