হার্শার দেখা এটাই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড
লম্বা সময় ধরেই বাংলাদেশের ক্রিকেট অনেক ভালো-মন্দ দেখে আসছেন হার্শা ভোগলে। সে হিসেবে বাংলাদেশের ক্রিকেটের একজন অনুসারীও বলা যায় ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকারকে। ভারত সফরে যাওয়া বাংলাদেশের বর্তমান টেস্টে নিয়েও প্রশংসায় মেতেছেন তিনি। তার মতে লম্বা সময় পর এটাই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড। এর পেছনে যুক্তিও তুলে ধরেছেন হার্শা।
সম্প্রতি পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। ভারতের বিপক্ষেও দলটিকে নিয়ে তাই সমর্থকদের মধ্যে আশা বেড়েছে।
নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের স্কোয়াড বিশ্লেষণে গিয়ে পেছনে ফিরে তাকিয়ে বর্তমানের তুলনা টেনেছেন হার্শা, 'তারা ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেলেছে, বৃষ্টির কারণে দুটি ড্র ছাড়া সব হেরেছে। একটা টেস্টে জেতার খুব কাছে গিয়েছিল। সেটা সর্বশেষ যে ম্যাচ ছিল ঢাকায়। ২০১৯ সালে সফরে এসে তারা যে দুই টেস্ট খেলল তাদের কাছ থেকে কোন লড়াইয়ের তাড়না পাইনি। কিন্তু এবার তাও বাংলাদেশ দলটাকে নিয়ে কেন আমি এত আগ্রহী? কারণ আমি সত্যিই বিশ্বাস করি লম্বা সময় ধরে আমার দেখা এটাই তাদের সেরা স্কোয়াড।'
- ট্যাগ:
- খেলা
- টেস্ট সিরিজ
- স্কোয়াড ঘোষণা
- হার্শা ভোগলে