মৃতপ্রায় ডাকাতিয়া খাল, নামছে না বন্যার পানি

জাগো নিউজ ২৪ নোয়াখালী প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬

‘খালটি ছিল ডাকাতিয়া খালের সঙ্গে যুক্ত। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ব্যবসায়িক কেন্দ্র চৌমুহনীতে একসময় এ খাল দিয়ে চাঁদপুর থেকে নৌকা-ট্রলারে মালামাল আনা-নেওয়া হতো। খালে জোয়ার থাকতো। এখন পানি চলাচলের ব্যবস্থাই নেই। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে পানি চলাচলের উপযোগিতা হারিয়েছে। বাজারের অংশে কচুরিপানা, ময়লার ভাগাড়। খালের পানি নড়ে না।’


নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় ডাকাতিয়া খালের ওপর দাঁড়িয়ে জাগো নিউজকে একথা বলেন সোনাইমুড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেন সেলিম।


তিনি বলেন, ‘বন্যায় এ বাজারে পানি উঠেছে। অথচ বাজারের মাঝখানে খাল। তবুও পানি নামেনি। ওয়ান-ইলেভেনের সময় একবার খালটির সীমানার ভিতরে যত অবৈধ দোকান ছিল সব ভেঙে দিয়েছিল। পরে ঘুস দিয়ে মালিকরা আবার দোকান বানায়। এরপর খালও আর খনন করেনি। খালটি অন্তত পরিষ্কার থাকলে পানি নেমে যেত দ্রুত।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও