You have reached your daily news limit

Please log in to continue


সোমবার থেকে বৃষ্টি কমতে পারে

আগামীকাল সোমবার বিকেল থেকে সারা দেশে বৃষ্টি কমতে পারে। তাপমাত্রা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ায় অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে। বৃষ্টির কারণে এখন তাপমাত্রা অনেকটাই কমে গেছে। বৃষ্টি বন্ধ হলে তাপমাত্রা আবার বাড়তে থাকবে। আগামীকাল হতে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে।’ 

এদিকে আবহাওয়ায় পূর্বাভাস বলছে, আজ সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় ১৬১ মিলিমিটার, বরিশালে ১২৯ মিলিমিটার। খুলনা বিভাগের সব অঞ্চলেই ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার কুমারখালি ও মোংলায় ১২২ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টির দেখা মিলেছে রংপুর ও রাজশাহী বিভাগেও। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন