You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পাঁচ ডিভাইস

প্রযুক্তি শুধু চ্যাটজিপিটি ব্যবহার করে রচনা লেখা কিংবা পরীক্ষার আগে ইউটিউব ভিডিও দেখার চেয়ে অনেক বেশি কিছু দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদিও প্রযুক্তি ও গ্যাজেটকে অনেক সময় বিভ্রান্তি হিসেবে দেখা হয়, তবে এগুলো আসলে শিক্ষার ক্ষেত্রে একটি আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছে। বিশেষ করে করোনা মহামারীর পর। বর্তমান যুগে একজন শিক্ষার্থীকে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, প্রেজেন্টেশন তৈরিতে কোনো না কোনোভাবে কিছুটা হলেও প্রযুক্তির সাহায্য নিতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বড় বড় প্রযুক্তি কোম্পানিও তাদের গ্যাজেটে বিভিন্ন একাডেমিক টুল যুক্ত করছে। প্রযুক্তিসংশ্লিষ্ট ওয়েবসাইট স্ল্যাশ গিয়ার এমন পাঁচটি গ্যাজেটের কথা জানিয়েছে, যা কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপকারী হতে পারে।

ট্যাবলেট

ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তথ্যানুযায়ী, স্কুল শিক্ষার্থীদের বহন করা ব্যাকপ্যাকের ওজন তাদের শরীরের ওজনের ১০-২৫ শতাংশ পর্যন্ত হতে পারে। পাঠ্যপুস্তক ভর্তি ব্যাগ নিয়ে যে শিক্ষার্থী পঞ্চম তলায় সিঁড়ি বেয়ে উঠে ক্লাস করতে যায়, তার জন্য এটা খুব একটা সুখকর বিষয় নয়। এমন অবস্থায় সেরা বিকল্প হতে পারে ট্যাবলেট, যেমন আইপ্যাড এয়ার। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোর্সের জন্য আলাদা নোটবুক বহনের পরিবর্তে শুধু একটি ট্যাবলেট ব্যাগে রাখা যায়। সহজে বহনযোগ্য হওয়া ছাড়াও ডিজিটাল পদ্ধতির সুবিধা হলো, এটি একাডেমিক যাত্রার শেষে সব নোট ও অ্যাসাইনমেন্ট একক ডিভাইসে সংরক্ষিত রাখবে।

স্টাইলাস ও অয়্যারলেস কি-বোর্ড

পড়াশোনার উদ্দেশ্যে ট্যাবলেট ব্যবহার করলে ডিভাইসটির সুবিধা পুরোপুরি নেয়ার জন্য একটি স্টাইলাস (যেমন আইপ্যাডের জন্য অ্যাপল পেনসিল) প্রয়োজন হবে। এছাড়া যারা নোট টাইপ করতে পছন্দ করেন কিংবা যদি কোনো কোর্সের ক্লাসে বসে বড় প্রবন্ধ ও অ্যাসাইনমেন্ট লেখার প্রয়োজন হয়, তাহলে একটি অয়্যারলেস ব্লুটুথ কি-বোর্ড সঙ্গে রাখতে পারেন।

নয়েজ ক্যানসেলেশন ইয়ারবাড বা হেডফোন

ছাত্রজীবনে কখনো কখনো কোলাহল খুবই অতিরিক্ত মনে হতে পারে, বিশেষ করে পড়াশোনার সময়। জনবহুল পরিবেশের হইচই কিংবা হোস্টেলে রুমমেটের উচ্চস্বরে ফোনে কথা বলার কারণে একাডেমিক কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাই কাজের সময় মনোযোগ ধরে রাখতে নয়েজ ক্যানসেলেশন ফিচারযুক্ত একটি ইয়ারবাড বা হেডফোন হতে পারে আদর্শ বিকল্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন