স্ন্যাপ ও টিকটকের সঙ্গে কাজ করছে মেটা

বণিক বার্তা প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২

সোশ্যাল মিডিয়ায় আত্মহানিসংশ্লিষ্ট বিষয়বস্তু ছড়িয়ে পড়া রোধে স্ন্যাপচ্যাট ও টিকটকের সঙ্গে কাজ করছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। থ্রাইভ নামে এ উদ্যোগের মাধ্যমে তারা ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি কমানোর জন্য নজরদারি ও হস্তক্ষেপের কৌশল উন্নত করার লক্ষ্য নিয়েছে। খবর এনবিসি নিউজ।


মেন্টাল হেলথ কোয়ালিশনের সঙ্গে অংশীদারত্বে ‘থ্রাইভ’ নামক প্রোগ্রামটি তৈরি করা হয়েছে। জোটটি বিভিন্ন মানসিক স্বাস্থ্য সংস্থার সমন্বয়ে গঠিত, যা এ সমস্যা নিয়ে স্টিগমা (তীব্র নেতিবাচক ধারণা) কমানোর জন্য কাজ করছে। মূলত এ প্রোগ্রাম মানসিক সুস্থতা প্রচার ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি ও সহায়তা প্রদান করার ওপর জোর দিচ্ছে। এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, থ্রাইভ প্রোগ্রামের মাধ্যমে মেটা, স্ন্যাপ ও টিকটক একে অন্যের কাছে আত্মঘাতি প্রবণতা বা স্বহানি সংক্রান্ত কনটেন্টের বিরুদ্ধে তথ্য শেয়ার করতে পারবে। আর যদি কোনো প্লাটফর্মে এমন ক্ষতিকর কনটেন্ট ধরা পড়ে, তবে তারা একে অন্যকে তা জানিয়ে দিতে পারবে। একইভাবে অনুরূপ কোনো কনটেন্ট যদি তাদের নিজস্ব অ্যাপে প্রকাশ হয়, তবে কর্তৃপক্ষ তা নিরীক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও