২০২৪ সালের আইজি নোবেল পুরস্কার, কী নিয়ে গবেষণা করে বিজয়ী হলেন কারা
অদ্ভুত সব গবেষণা ও আবিষ্কারের জন্য প্রতিবছর সত্যিকারের নোবেল পুরস্কার প্রদানের আগে ‘আইজি নোবেল’ পুরস্কার দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) একটি অনুষ্ঠানে ২০২৪ সালের আইজি নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারে আইজি নোবেল বিজয়ী তালিকায় অদ্ভুত সব আবিষ্কার আর গবেষণা রয়েছে বরাবরের মতো। হাস্যকর বা ব্যঙ্গাত্মক নোবেল বলে খ্যাত হলেও এই আয়োজনে প্রকৃত নোবেল বিজয়ীদের হাত থেকে পুরস্কার নিয়েছেন আইজি নোবেল বিজয়ীরা।
প্রথমে হাসুন, পরে ভাবুন
১৯৯১ সালে ‘প্রথমে হাসুন, পরে ভাবুন’ ভাবনা থেকে বিজ্ঞান ও উদ্ভাবনে হাস্যকর ও অপ্রচলিত গবেষণা, আবিষ্কারের জন্য আইজি নোবেল পুরস্কারের প্রচলন হয়েছে। নোবেল পুরস্কারের ব্যঙ্গ বা প্যারোডি হিসেবে আলোচিত হলেও আইজি (অনেকে ইগ উচ্চারণ করেন) নোবেলে সত্যিকারের আবিষ্কার ও উদ্ভাবনকে স্বীকৃতি দেওয়া হয়।