পুলিশের ‘ট্রমা’ কাটবে কী করে
চোখের সামনে নৃশংসতা দেখে আর সহকর্মীদের মৃত্যুর খবর পেয়ে মানসিক বিপর্যয়ে ভোগা এক কনস্টেবল এখনও তার ‘ট্রমা’ কাটিয়ে উঠতে না পারার অস্বস্তির কথা বলছিলেন।
তিন দশকের বেশি চাকরি জীবনের বেশিরভাগ সময় ঢাকাতেই কেটেছে ‘বেইজলাইন’ বলে পরিচিত কনস্টেবল স্তরের এই পুলিশ সদস্যের। কিন্তু গত ৫ অগাস্ট তার সব কিছু ওলটপালট হয়ে গেছে।
সেদিন ও তার পরের কয়েকটি দিন জীবন ঝুঁকিতে ছিলেন; কোনো রকমে প্রাণে বেঁচে দায়িত্বে ফিরলেও তিনি পুলিশের চাকরি আর বেশিদিন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এখনও আতঙ্কে থাকা এই কনস্টেবল পরিচয় প্রকাশ করতে চান না। তার মত আরও অনেকেই একইরকম মানসিক চাপের মধ্যে থাকার কথা বলেছেন।
এ পরিস্থিতি থেকে উত্তরণে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষায়- ঢালাও মামলা ও বদলি না করে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে ধীরে ধীরে যোগ্য পুলিশ সদস্যদের মাঠের কাজে অন্তর্ভুক্ত করলে আস্থা ফিরতে পারে।
ওই কনস্টেবল বলছিলেন, “ছোট র্যাংক হলেও অনেক ভক্তি-শ্রদ্ধা নিয়ে চাকরিটা করেছি। এখন ভেতর থেকেই ভক্তি-শ্রদ্ধাটা নষ্ট হয়ে গেছে। গত ৫ তারিখের ঘটনায় একেবারে মন উঠে গেছে। হয়ত আর চাকরি করব না, পরিস্থিতি স্বাভাবিক হলে রিজাইন দিয়ে দেব।”