টাইফুন ইয়াগির প্রভাবে ভারি বৃষ্টির পর মিয়ানমারের রাজধানী নেপিদো ও এর আশপাশে দেখা দেওয়া বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।
দেশটির দমকল বাহিনী জানিয়েছে, উদ্ধারকারীরা বাস্তুচ্যুত ৩৬০০ মানুষকে নৌকাযোগে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
বৃহস্পতিবার রাতে এক ফেইসবুক পোস্টে দমকল বাহিনী বলেছে, “বন্যা কবলিত ৩০টি এলাকা থেকে মোট ৩৬০২ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।”