You have reached your daily news limit

Please log in to continue


হাউসফুল ফাইভে পাঁচ নায়িকা

বলিউডের আলোচিত কমেডি সিনেমার তালিকায় প্রথম দিকেই আসে ‘হাউসফুল’-এর নাম। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব। দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে সর্বশেষ পর্ব ‘হাউসফুল ফোর’। এ চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন। মূলত নির্ভেজাল হাস্যরসের কারণেই এক যুগের বেশি সময় ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম। এবার এ সিরিজের পঞ্চম সিনেমা নিয়ে আসছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। 

এতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা। অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের নাম আগেই জানা গিয়েছিল। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ইতিমধ্যে সিনেমায় যোগ দিয়েছেন পাঁচ নায়িকা। তাঁরা হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মা। কাল রোববার থেকে লন্ডনে ৪৫ দিনের শুটিং শুরু হচ্ছে। লন্ডনের বিভিন্ন স্থানে কিছু দৃশ্যের শুটিং হবে। এরপর পুরো টিম মিলবে প্রমোদতরিতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন