গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্যক্রম স্থগিত, কমিটি বিলুপ্ত
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে থাকা ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কার্যক্রম ও কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার গণতান্ত্রিক ছাত্রশক্তির ফেসবুক পেইজে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আখতার হোসেনও আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ২০২৩ সালের ৪ অক্টোবর ডাকসু ভবনের সামনে এই দলের আত্মপ্রকাশ ঘটে। সেদিন ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আহ্বায়ক ও আবু বাকের মজুমদারকে সদস্যসচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটিও ঘোষণা করা হয়। আসিফ মাহমুদ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং আবু বাকের মজুমদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।